অ্যানায়ন কি বা অ্যানায়ন কাকে বলে?

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কে রচনা করেন?

প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কে রচনা করেন?

ক) দীনেশচন্দ্র সেন গুপ্ত

খ) সুনীতি কুমার

গ) সৈয়দ আলী হাসান

ঘ) ড. মুহাম্মাদ শহীদুল্লাহ

উত্তর: ক) দীনেশচন্দ্র সেন গুপ্ত

দীনেশচন্দ্র সেন ছিলেন বাংলা সাহিত্যের ইতিহাসকার তাছাড়া তিনি শিক্ষাবিদ, গবেষক ছিলেন। দীনেশচন্দ্র সেন গুপ্ত জন্মগ্রহণ করেন ১৮৬৬ সালে ৩ নভেম্বর মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে। তার পিতার নাম ঈশ্বরচন্দ্র সেন এবং মাতার নাম রূপলতা দেবী।

দীনেশচন্দ্র সেনের প্রথান গ্রন্থসমূহ হলো; ঙ্গভাষা ও সাহিত্য, নীলমানিক, তিন বন্ধু, বেহুলা, সতী, মুক্তা চুরি, পৌরাণিকী ইত্যাদি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link