বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে।
স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক করেন সত্যেন্দ্রনাথ দত্ত।
সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম জন্ম ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি নিমতা গ্রামে। তার পৈতৃক নিবাস বর্ধমানের চুপী গ্রামে।
সত্যেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি কবি এবং ছড়াকার। তাকে ছন্দের জাদুকর বলার কারন তার কবিতায় তিনি ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষার যথোপযুক্ত ব্যবহার করতেন এই জন্যই তার এক কৃতিত্বের সুবাদে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়।
মধুর চেয়ে আছে মধুর, সে এই আমার দেশের মাটি,
আমার দেশের পথের ধূলো, খাঁটি সোনার চাইতে খাঁটি।
ছন্দ সম্পর্কে আরো পড়ুনঃ
বাংলা সাহিত্যের ছন্দ নিয়ে যত প্রশ্ন ও উত্তর
Leave a Reply