বরিশাল বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি

বরিশাল বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি?

বরিশাল বিভাগের জেলা সমূহ মোট ৬টি। যথা: 

  1. বরিশাল জেলা
  2. বরগুনা জেলা
  3. ঝালকাঠি জেলা
  4. পিরোজপুর জেলা
  5. পটুয়াখালী জেলা
  6. ভোলা জেলা

বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই বিভাগটি ১৯৯৩ সালে তৎকালীন খুলনা বিভাগের ৬টি জেলা নিয়ে যাত্রা শুরু করে। বরিশাল বিভাগের উত্তরে অবস্থিত শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ্চিমে অবস্থিত গোপালগঞ্জ, পিরোজপুর ও ঝালকাঠি, দক্ষিণে অবস্থিত বরগুনা ও পটুয়াখালী এবং পূর্বে অবস্থিত ভোলা ও লক্ষ্মীপুর জেলা।

প্রাচীন কালে বরিশাল পরিচিত ছিল বাঙ্গালা নামে। পরবর্তীতে বাঙ্গালা নামটি বাকলা হিসেবে পরিচিতি লাভ করে। আমাদের দেশের খাদ্যশস্য ও মৎস্য উৎপাদনের অন্যতম মূল উৎস হলো বরিশাল বিভাগ। বরিশালকে বাংলার ভেনিস বলা হয়। বরিশাল নদীবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর।

বরিশাল বিভাগের নদ-নদী সমূহ:

  1. আরিয়ালখা নদী
  2. কীর্তনখোলা নদী
  3. পায়রা নদী
  4. সন্ধ্যা নদী
  5. কালিজিরা নদী
  6. ইলিশা নদী

বরিশাল বিভাগের দর্শনীয় স্থান সমূহ: 

  • লাকুটিয়া জমিদার বাড়ি
  • ভাসমান পেয়ারা বাজার
  • জীবনানন্দ দাশ এর বাড়ি
  • মুকুন্দ দাসের কালিবাড়ী
  • বিবির পুকুর
  • শ্বেতপদ্ম পুকুর
  • দুর্গাসাগর দিঘী
  • গুঠিয়া মসজিদ
  • ব্রজমোহন কলেজ
  • সাতলা শাপলা গ্রাম
  • বঙ্গবন্ধু উদ্যান(বেলস পার্ক)
  • শের-ই-বাংলা জাদুঘর
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • অক্সফোর্ড মিশন গীর্জা

বরিশাল বিভাগের প্রখ্যাত ব্যক্তিত্ব সমূহ:

  1. এ কে ফজলুল হক
  2. আবদুর রব সেরনিয়াবত
  3. বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর
  4. জীবনানন্দ দাশ
  5. কুসুমকুমারী দাশ
  6. অশ্বিনীকুমার দত্ত
  7. সুফিয়া কামাল
  8. হানিফ সংকেত
  9. আরজ আলী মাতুব্বর
  10. বিজয় গুপ্ত
  11. কামিনী রায়
  12. সরদার ফজলুল করিম
  13. আলতাফ মাহমুদ
  14. মেজর জলিল
  15. আবু জাফর ওবায়দুল্লাহ
  16. সুরকার আবদুল লতিফ
  17. কবি আসাদ চৌধুরী
  18. কবি মুকুন্দ দাস
  19. মিঠুন চক্রবর্তী
  20. আবদুর রহমান বিশ্বাস

বরিশাল বিভাগের উপজেলাসমূহ:

বরিশাল জেলার উপজেলা সমূহ মোট ১০টি। যথা: আগৈলঝারা উপজেলা, বাকেরগঞ্জ উপজেলা, বাবুগঞ্জ উপজেলা, বানারিপাড়া উপজেলা, গৌরনদী উপজেলা, হিজলা উপজেলা, বরিশাল সদর উপজেলা, মেহেন্দিগঞ্জ উপজেলা, মুলাদি উপজেলা, উজিরপুর উপজেলা।

পটুয়াখালী জেলার উপজেলা সমূহ মোট ৮টি। যথা: পটুয়াখালী সদর, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকি, রাঙ্গাবালী।

ভোলা জেলার উপজেলা সমূহ মোট ৭টি। যথা: ভোলা সদর উপজেলা, তজমুদ্দিন উপজেলা, দৌলতখান উপজেলা, বোরহানউদ্দিন উপজেলা, মনপুরা উপজেলা, লালমোহন উপজেলা, চরফ্যাশন উপজেলা।

পিরোজপুর জেলার উপজেলা সমূহ মোট ৭টি। যথা: কাউখালী, নাজিরপুর উপজেলা, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা, পিরোজপুর সদর উপজেলা, ভাণ্ডারিয়া উপজেলা, মঠবাড়িয়া উপজেলা, ইন্দুরকানী উপজেলা।

বরগুনা জেলার উপজেলা সমূহ মোট ৬টি। যথা: বরগুনা সদর উপজেলা, আমতলী উপজেলা, পাথরঘাটা উপজেলা, বেতাগি উপজেলা, বামনা উপজেলা, তালতলী উপজেলা।

ঝালকাঠি জেলার উপজেলা সমূহ মোট ৪টি। যথা: কাঁঠালিয়া, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর।

আরো পড়ুন: 

বরিশাল জেলা কেন বিখ্যাত?

বরগুনা জেলা কেন বিখ্যাত?

ঝালকাঠি জেলা কেন বিখ্যাত?

পিরোজপুর জেলা কেন বিখ্যাত?

পটুয়াখালী জেলা কেন বিখ্যাত?

ভোলা জেলা কেন বিখ্যাত?

Comments

One response to “বরিশাল বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link