বরিশাল বিভাগের জেলা সমূহ মোট ৬টি। যথা:
- বরিশাল জেলা
- বরগুনা জেলা
- ঝালকাঠি জেলা
- পিরোজপুর জেলা
- পটুয়াখালী জেলা
- ভোলা জেলা
বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই বিভাগটি ১৯৯৩ সালে তৎকালীন খুলনা বিভাগের ৬টি জেলা নিয়ে যাত্রা শুরু করে। বরিশাল বিভাগের উত্তরে অবস্থিত শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ্চিমে অবস্থিত গোপালগঞ্জ, পিরোজপুর ও ঝালকাঠি, দক্ষিণে অবস্থিত বরগুনা ও পটুয়াখালী এবং পূর্বে অবস্থিত ভোলা ও লক্ষ্মীপুর জেলা।
প্রাচীন কালে বরিশাল পরিচিত ছিল বাঙ্গালা নামে। পরবর্তীতে বাঙ্গালা নামটি বাকলা হিসেবে পরিচিতি লাভ করে। আমাদের দেশের খাদ্যশস্য ও মৎস্য উৎপাদনের অন্যতম মূল উৎস হলো বরিশাল বিভাগ। বরিশালকে বাংলার ভেনিস বলা হয়। বরিশাল নদীবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর।
বরিশাল বিভাগের নদ-নদী সমূহ:
- আরিয়ালখা নদী
- কীর্তনখোলা নদী
- পায়রা নদী
- সন্ধ্যা নদী
- কালিজিরা নদী
- ইলিশা নদী
বরিশাল বিভাগের দর্শনীয় স্থান সমূহ:
- লাকুটিয়া জমিদার বাড়ি
- ভাসমান পেয়ারা বাজার
- জীবনানন্দ দাশ এর বাড়ি
- মুকুন্দ দাসের কালিবাড়ী
- বিবির পুকুর
- শ্বেতপদ্ম পুকুর
- দুর্গাসাগর দিঘী
- গুঠিয়া মসজিদ
- ব্রজমোহন কলেজ
- সাতলা শাপলা গ্রাম
- বঙ্গবন্ধু উদ্যান(বেলস পার্ক)
- শের-ই-বাংলা জাদুঘর
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- অক্সফোর্ড মিশন গীর্জা
বরিশাল বিভাগের প্রখ্যাত ব্যক্তিত্ব সমূহ:
- এ কে ফজলুল হক
- আবদুর রব সেরনিয়াবত
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর
- জীবনানন্দ দাশ
- কুসুমকুমারী দাশ
- অশ্বিনীকুমার দত্ত
- সুফিয়া কামাল
- হানিফ সংকেত
- আরজ আলী মাতুব্বর
- বিজয় গুপ্ত
- কামিনী রায়
- সরদার ফজলুল করিম
- আলতাফ মাহমুদ
- মেজর জলিল
- আবু জাফর ওবায়দুল্লাহ
- সুরকার আবদুল লতিফ
- কবি আসাদ চৌধুরী
- কবি মুকুন্দ দাস
- মিঠুন চক্রবর্তী
- আবদুর রহমান বিশ্বাস
বরিশাল বিভাগের উপজেলাসমূহ:
বরিশাল জেলার উপজেলা সমূহ মোট ১০টি। যথা: আগৈলঝারা উপজেলা, বাকেরগঞ্জ উপজেলা, বাবুগঞ্জ উপজেলা, বানারিপাড়া উপজেলা, গৌরনদী উপজেলা, হিজলা উপজেলা, বরিশাল সদর উপজেলা, মেহেন্দিগঞ্জ উপজেলা, মুলাদি উপজেলা, উজিরপুর উপজেলা।
পটুয়াখালী জেলার উপজেলা সমূহ মোট ৮টি। যথা: পটুয়াখালী সদর, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকি, রাঙ্গাবালী।
ভোলা জেলার উপজেলা সমূহ মোট ৭টি। যথা: ভোলা সদর উপজেলা, তজমুদ্দিন উপজেলা, দৌলতখান উপজেলা, বোরহানউদ্দিন উপজেলা, মনপুরা উপজেলা, লালমোহন উপজেলা, চরফ্যাশন উপজেলা।
পিরোজপুর জেলার উপজেলা সমূহ মোট ৭টি। যথা: কাউখালী, নাজিরপুর উপজেলা, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা, পিরোজপুর সদর উপজেলা, ভাণ্ডারিয়া উপজেলা, মঠবাড়িয়া উপজেলা, ইন্দুরকানী উপজেলা।
বরগুনা জেলার উপজেলা সমূহ মোট ৬টি। যথা: বরগুনা সদর উপজেলা, আমতলী উপজেলা, পাথরঘাটা উপজেলা, বেতাগি উপজেলা, বামনা উপজেলা, তালতলী উপজেলা।
ঝালকাঠি জেলার উপজেলা সমূহ মোট ৪টি। যথা: কাঁঠালিয়া, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর।
আরো পড়ুন:
Leave a Reply