ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। অর্থাৎ, ব্যঞ্জনবর্ণ কোনো কোনো স্বর কিংবা অন্য ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে এর আকৃতির পরিবর্তন হয় বা সংক্ষিপ্ত হয়। তাই ব্যঞ্জনবর্ণের আশ্রিত সংক্ষিপ্ত রূপকে বলে ফলা।
ফলা ছয়টি যথা; য, ব, ম, র, ল ও ন-ফলা।
য-ফলা(্য)= সহ্য, কাঠিন্য।
ব-ফলা(ব) = পক্ব, অশ্ব, বিশ্বাস।
ম-ফলা (ম)= বিস্ময়, মৃন্ময়ী, সম্মান।
র -ফলা (্র)= প্রতি, প্রচুর, প্রমাণ।
ল-ফলা (ল) = আল্লামা, স্লোগান, অম্ল।
ন-ফলা (ন) :=নন্দিনী, কান্না, বিভিন্ন।
আরো দেখুন:
Leave a Reply