যেসকল জিনিস বা নিদর্শন দেখার মাধ্যমে দেশের পুরানো ইতিহাস ও ঐতিহ্য বা পূর্বপুরুষদের জীবনযাপন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, সেসব নিদর্শনকে প্রত্নসম্পদ বলে।
বাংলাদেশের জাদুঘরে স্থান পেয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনামলের বেশ কিছু প্রত্নসম্পদ। দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকাজ, ঢাল তলোয়ার। আরো অনেক প্রত্ননিদর্শ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে।
তাছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছে চমৎকার সব স্থাপত্যশৈলী। যেমন: আর্মেনিয়াম গির্জা, আহসান মঞ্জিল, পুরেনো ঢাকার রুপলাল হাউস এবং রোজ গার্ডেন আরো নানা প্রত্নসম্পদ রয়েছে আমাদের বাংলাদেশে।
Leave a Reply