যে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদন বা সৃষ্টির কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। অর্থাৎ প্রজনন প্রক্রিয়া ব্যবাহার করে সম্পদ সৃষ্টি করাকেই প্রজনন শিল্প বলা হয়। প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনঃউৎপাদন বা পুনরায় সৃষ্টির কাজে ব্যবহৃত হয়। যেমন: বীজ থেকে চারা উৎপাদন, গাছপালা ও প্রাণীর বংশ বৃদ্ধি করা ইত্যাদি।
প্রজনন শিল্পের উদাহরণ: নার্সারী(উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ), হ্যাচারী, হাঁস-মুরগীর খামার, পশুপালন ইত্যাদি।
সুতরাং, প্রজনন বা জন্মদান প্রক্রিয়ার সঙ্গে সংশ্নিষ্ট শিল্পকে প্রজনন শিল্প বলে। যেমন- মাছের চাষ, গাছের চারা আবাদ, পশু পালন, হাঁস-মুরগির চাষ করা সবগুলিই প্রজনন শিল্পের অন্তর্গত।
শিল্প এবং এর সকল প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন?
Leave a Reply