পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কিত সংক্ষিপ্ত বা কুইজ প্রশ্ন ও উত্তর?

পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কিত সংক্ষিপ্ত বা কুইজ প্রশ্ন ও উত্তর?

পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কিত সংক্ষিপ্ত বা কুইজ প্রশ্ন ও উত্তরঃ

১. ভরের একক কি?
উত্তর: ভরের একক কিলোগ্রাম(kg)।

২. g¯ এর একক কি?
উত্তর: g এর একক হলো মিটার/সেকেন্ড²।

৩. পৃথিবীর কোন অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি?
উত্তর: মেরু অঞ্চলে।

৪. মহাকর্ষীয় ধ্রুরকের মান কত?
উত্তর: মহাকর্ষীয় ধ্রুবক এর মান হলো ৬.৬৭৩×১০¯১১

৫. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
উত্তর: মেরু অঞ্চলে।

৬. অভিকর্ষজ ত্বরণ g এর মান সবচেয়ে বেশি কোন অঞ্চলে?
উত্তর: মেরু অঞ্চলে।

৭. আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি?
উত্তর: কেজি।

৮. কোথায় “g” এর মান শূন্য?
উত্তর: পৃথিবীর কেন্দ্রে।

৯. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের (g) মান কত?
উত্তর: ০ মি./সে²

১০. ওজনের একক কি/কোনটি?
উত্তর: নিউটন।

১১. বস্তুর ওজন পরিমাপের সূত্র কি/কোনটি?
উত্তর: W= mg

১২. চাঁদে তোমার ওজন ভূপৃষ্ঠের তুলনায় কেমন হবে?
উত্তর: কম।

১৩. অভিকর্ষজ ত্বরণকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: g

১৪. এক টন কত কিলোগ্রামের সমান?
উত্তর: ১,০০০ কিলোগ্রাম।

১৫. লিফট যখন উপরে উঠতে থাকে, তখন আমাদের ওজনের কি হয়?
উত্তর: বৃদ্ধি পায়।



১৬. বলের একক কোনটি?
উত্তর: নিউটন।

১৭. ভূপৃষ্ঠ থেকে পর্বত চূড়ায় কোনো বস্তুর ওজনের কি পরিবর্তন হবে?
উত্তর: কম হবে।

১৮. কোথায় বায়ুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না?
উত্তর: পৃথিবীর কেন্দ্রে।

১৯. বস্তুর বর বৃদ্ধির সাথে মহাকর্ষ বলের কেমন পরিবর্তন ঘটে?
উত্তর: সমানুপাতিক বৃদ্ধি পায়।

২০. দুইটি বস্তুর ভর দ্বিগুন করা হলে আকর্ষণ বল কত হবে?
উত্তর: দ্বিগুন।

২১. বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন কম হয় কেন?
উত্তর: g এর মান কম বলে।

২২. অভিকর্ষজ ত্বরণের একক কোনটি?
উত্তর: মিটার/সেকেন্ড²

২৩. কোন বলের জন্য ছুঁড়ে দেওয়া বস্তু পুনরায় ফিরে আসে?
উত্তর: অভিকর্ষ।

২৪. কোন বিজ্ঞানী মহাকর্ষ সম্পর্কে ধারণা দেন?
উত্তর: নিউটন।

২৫. মহাকর্ষ বল কোনটির ওপর নির্ভর করে?
উত্তর: বস্তুর ভর।

২৬. প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে কি বলে?
উত্তর: ত্বরণ।

২৭. উপর থেকে কোনো বস্তুর পড়ার সময় বেগ বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
উত্তর: অভিকর্ষ।

২৮. পৃথিবীর ব্যাসার্ধ ধ্রুবক না হওয়ার জন্য দায়ী কোনটি?
উত্তর: পৃথিবীর আকার।

২৯. কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষন করে তা হলো?
উত্তর: ওজন।

৩০. কোনটি বস্তুর মৌলিক ধর্ম?
উত্তর: ভর।

৩১. মহাশূন্যে বৃত্তাকারপথে চলমান অবস্থায় বস্তুটির জন কত হবে?
উত্তর: শূন্য।

৩২. স্প্রিং নিক্তির সাহায্যে কি মাপা হয়?
উত্তর: বল।

৩৩. মহাকর্ষ সূত্র প্রদান করেন কে?
উত্তর: নিউটন।

৩৪. কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে?
উত্তর: মহাকর্ষ।

৩৫. বেগের পরিবর্তনের সাথে কোনটির সম্পর্ক?
উত্তর: বল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link