বিদেশ থেকে বা কোন দেশের ব্যবসায়ীর কাছ থেকে পণ্যসামগ্রী আমদানি করে তা পুনরায় আবার অন্য কোনো দেশে রপ্তানি করা হলে তখন তাকে পুনঃরপ্তানি বলে।
অর্থাৎ পুনঃরপ্তানি হচ্ছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যসামগ্রী পুনরায় অন্যকোনো দেশে রপ্তানি করা। আপনি যদি বিদেশ থেকে পণ্য ক্রয় করে ঐ পণ্য আবার অন্য দেশে বিক্রয় করেন তখন তাকেই পুণঃরপ্তানি বলা হবে।
উদাহরণ:
জনাব রহিম একজন ব্যবসায়ী। তিনি ভারত থেকে পোশাক, বোতাম, সুতা ইত্যাদি আমদনি করে তা আবার যুক্তরাজ্যে রপ্তানি করেন। এখানে জনাব রহিমের ব্যবসায়টির কর্মকাণ্ডকে পুনঃরপ্তানি বলা হয়।
পুনঃরপ্তানি ব্যবসায় সংঘটিত হওয়ার কারণ সমূহ:
- কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে উৎপাদনকারী দেশ ও ভোগকারী দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়।
- ব্যাংকিং সুযোগ-সুবিধার অভাব থাকলে।
- ভাষাগত সমস্যার করণে পুনঃরপ্তানি হতে পারে।
- সঠিক যোগাযোগ না থাকার কারণেও পুনঃরপ্তানি হতে পারে।
- উৎপাদনকারী ও ভোগকারী দেশের মধ্যে আস্থার অভাব থাকলে।
Leave a Reply