নিয়ন (Ne) গ্যসের পারমাণবিক সংখ্যা 10 যার অর্থ এটির 10 প্রোটন রয়েছে। এর ইলেকট্রন বিন্যাস হলো প্রথম 2, দ্বিতীয় 8।
পরমাণুটির ২য় কক্ষপথ তথা সর্বশেষ শক্তিস্তরে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এটি কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে না। অর্থাৎ এটি স্থিতিশীল অবস্থায় থাকে। এজন্যই নিয়ন নিস্ক্রিয় গ্যাস।
Leave a Reply