যে সকল অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায়ের পরিচালনার কাজে অংশগ্রহণ করে না কিন্তু চুক্তি অনুযায়ী লাভের অংশ পায় বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহার করার অনুমতি দেয় তখন তাকে নামমাত্র অংশীদার বলে।
অর্থাৎ নামমাত্র অংশীদারগণ ব্যবসায়ে মূলধন সরবরাহ করে না আবার দৈনন্দিন কাজেও অংশগ্রহণ করেন না। শুধু তার নাম বা সুনাম ব্যবহার করার অনুমতি দেয়। নামমাত্র অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়। তবে যদি তৃতীয় পক্ষ তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে তাহলে দেনার দায় নিতে হয়।
নামমাত্র অংশীদার এর বৈশিষ্ট্য কি কি?
- ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না।
- ব্যবসায় পরিচালনার কাজে অংশ নেয় না।
- চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থ পান।
- নাম বা সুনাম ব্যবহার করার অনুমতি দেন।
- সাধারণ অংশীদারদের মতো দায় অসীম নয়।
- ঋণ গ্রহণ করলে দায় বর্তায়।
Leave a Reply