নওগাঁ জেলা চাল ও সন্দেশ এর জন্য বিখ্যাত, তাছাড়াও কসুম্বা মসজিদ ও রঘুনাথ মন্দির এই দুটি স্থানের জন্য বিখ্যাত।
নওগাঁ জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- বলিহার রাজবাড়ী
- কসুম্বা মসজিদ
- পতিসর রবীন্দ্র কাচারিবাড়ি
- পাহাড়পুর বৌদ্ধবিহার
- জগদলবাড়ী
- দিব্যক জয়সত্মম্ভ
- দুবলহাটি জমিদারবাড়ি
- জবই বিল
- ভীমের পানটি
- আলতাদীঘি জাতীয় উদ্যান
নওগাঁ জেলাটি আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত, এটি রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ৩৪৩৫.৬৭ বর্গ কিমি। এ জেলার পশ্চিমে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও মালদহ(ভারত), পূর্বে অবস্থিত জয়পুরহাট জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে অবস্থিত রাজশাহী ও নাটোর জেলা এবং উত্তরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর(ভারত)।
মোট ১১টি উপজেলা নিয়ে নওগাঁ জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।
Leave a Reply