দ্রাবকঃ দ্রাবক বলতে বোঝায় একটি তরল পদার্থ যেখানে আমরা কিছু পদার্থ দ্রবীভূত করি। অর্থাৎ যে পদার্থ অন্যান্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে।
দ্রবঃ দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকেই দ্রব বলা হয়।
দ্রবণঃ দ্রাব+দ্রাবকের মিশ্রণের ফলে যা তৈরি হয় তাকেই দ্রবন বলে।
উদাহরণঃ
আমরা যদি পানি এবং চিনির মিশ্রন করি তাহলে এখানে চিনি হচ্ছে দ্রব আর পানি হচ্ছে দ্রাবক। আর চিনি+পানি’র মিশ্রন হলো দ্রবণ ।
Leave a Reply