কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে ফুলে কন্দের সৃষ্টি করে, এদের টিউবার বা স্ফীত কন্দ বলে।
উদাহরণ স্বরুপ: আলু এক ধরনের টিউবার। আলু রূপান্তরিত কাণ্ড টিউবারের মাধ্যমে বংশবিস্তার করে। এদের মাধ্যমে আলুর অঙ্গজ প্রজনন হয়। টিউবারের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে। এগুলো দেখতে চোখের মতো তাই এদের চোখ বলা হয়। একটি চোখের জন্য একটি কুঁড়ি থাকে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়।
Leave a Reply