ঝিনাইদহ জেলা কপোতাক্ষ নদী, হরি ও ম্যানেজারের ধান এর জন্য বিখ্যাত।
ঝিনাইদহ জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- শৈলকুপা জমিদার বাড়ি
- জোড়বাংলা মসজিদ
- নলডাঙ্গা মন্দির
- বলু দেওয়ানের বাজার
- ঢোলসমুদ্র দীঘি
- দত্তনগর কৃষি খামার
- সাতগাছিয়া মসজিদ
- মিয়ার দালান
- কামান্না ২৭ শহীদের মাজার
- কেপি বসুর বাড়ি
ঝিনাইদহ জেলাটি আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অঞ্চল, এটি খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ১৯৬৪.৭৭ বর্গ কিমি। ঝিনাইদহ জেলাটির পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা ও পশ্চিমবঙ্গ(ভারত), পূর্বে অবস্থিত মাগুরা জেলা, দক্ষিণে অবস্থিত যশোর জেলা, এবং উত্তরে রয়েছে কুষ্টিয়া জেলা।
মোট ৬টি উপজেলা নিয়ে ঝিনাইদহ জেলার প্রশাসনিক কার্যক্রম বিস্তৃত।
Leave a Reply