জীবের বৃদ্ধি ও বংশগতি সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর একনজরে দেখে নিন:
১. কোন ধাপে ক্রোমোজোম ক্রোমাটিডসহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়?
উত্তর: মেটাফেজ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিডসহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়।
২. ক্রোমোজোম হ্রাস পায় কিসের বিভাজনে?
উত্তর: ক্রোমোজোম হ্রাস পায় মিয়োসিস এর বিভাজনে।
৩. অ্যামিবায় কোন বিভাজনে দেখা যায়?
উত্তর: অ্যামাইটোসিস।
৪. জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি কেমন?
উত্তর: ডিপ্লয়েড।
৫. নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে কি বলে?
উত্তর: ক্যারিওকাইনেসিস।
৬. মাইটোসিস বিভাজনে কোন ধাপে ক্রোমোজোগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
উত্তর: মেটাফেজ ধাপে।
৭. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর: DNA.
৮. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু’ভাগে বিভক্ত হয় কোন ধাপে?
উত্তর: অ্যানাফেজ ধাপে।
৯. বংশগতির ভৌতভিত্তি কি?
উত্তর: ক্রোমোজোম।
১০. জিনতত্ত্বের জনক কে?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।
১১. অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে আসে কোন ধাপে?
উত্তর: টেলোফেজ ধাপে।
১২. মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপটি স্বল্পস্থায়ী?
উত্তর: প্রো-মেটাফেজ।
১৩. নিউক্লিক এসিড কয় ধরনের?
উত্তর: ২ ধরনের।
১৪. জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?
উত্তর: ৩ ধরনের।
১৫. মাইটোসিস বিভাজনে তিনটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ তৈরি হয়?
উত্তর: ৬টি।
১৬. কোনটির বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেল আকার ধারণ করে?
উত্তর: ছত্রাক।
১৭. মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L, J অথবা I আকৃতি ধারণ করে?
উত্তর: এনাফেজ।
১৮. মিয়োসিস ঘটে কোথায়?
উত্তর: জনন মাতৃকোষে মিয়োসিস ঘটে।
১৯. মাইটোসিস বিভাজনে কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?
উত্তর: অ্যানাফেজ।
২০. প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে কোথায়?
উত্তর: ঈস্ট।
২১. মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গমন করে?
উত্তর: অ্যানাফেজ ধাপে।
২২. কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়?
উত্তর: প্রো-মেটাফেজ ধাপে।
২৩. মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি?
উত্তর: ক্রোমোজোম একবার বিভাজিত হয়।
২৪. মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে?
উত্তর: ২৩ জোড়া।
২৫. মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা J এর মতো হয়?
উত্তর: এনাফেজ।
২৬. স্তন্যপায়ী প্রাণীদের কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে?
উত্তর: মাইটোসিস।
২৭. কোনটিকে সমীকরণিক বিভাজন বলা হয়?
উত্তর: মাইটোসিস।
২৮. প্রজনন প্রধানত কত প্রকার?
উত্তর: ২ প্রকার।
২৯. অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কিরুপ আকার ধারণ করে?
উত্তর: ডাম্বেলাকার।
৩০. স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কি বলে?
উত্তর: স্পিন্ডল তন্তু।
৩১. মানুষের চুলের রং নিয়ন্ত্রন করে কোনটি?
উত্তর: DNA.
৩২. কোন ধাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো দেখায়?
উত্তর: মেটাফেজ।
৩৩. সপুষ্পক উদ্ভিদে মিয়োসিস ঘটে কোথায়?
উত্তর: পরাগধানীতে।
৩৪. কোষ বিভাজন কত প্রকার?
উত্তর: ৩ প্রকার।
৩৫. মিয়োসিস কোষ বিভাজনের সময় জনন মাতৃকোষ পরপর কয় ধাপে বিভাজিত হয়?
উত্তর: ২ ধাপে।
৩৬. মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠিত হয়?
উত্তর: প্রো-মেটাফেজ।
৩৭. কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না?
উত্তর: স্থায়ী টিস্যুর কোষে।
৩৮. ক্যারিওকাইনেসিস পর্যায়টি কয়টি ধাপে বিভক্ত?
উত্তর: ৫টি।
৩৯. কোনটিতে ডি. এন. এ থাকে না?
উত্তর: টি. এম. ভি.।
৪০. মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়?
উত্তর: প্রোফেজ।
৪১. প্রতিটি জীবদেহ কী দ্বারা গঠিত?
উত্তর: কোষ দ্বারা।
৪২. অ্যানাফেজ দশায় ক্রোমোজমের আকৃতি কেমন হয়?
উত্তর: V আকৃতি হয়।
৪৩. কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠন করে?
উত্তর: প্রো-মেটাফেজ।
৪৪. কোথায় অ্যামাইটোসিস হয় না?
উত্তর: ভাইরাসে।
৪৫. ঈস্টে কোন ধরনের কোষ বিভাজন হয়?
উত্তর: অ্যামাইটোসিস।
৪৬. কোনটি মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে?
উত্তর: জিন।
৪৭. মাইটোসিস কেন্দ্রিকার বিভাজন কয় ধাপে সম্পন্ন হয়?
উত্তর: ৫ ধাপে।
৪৮. কোনটিকে হ্রাসমূলক বিভাজন বলা হয়?
উত্তর: মিয়োসিসকে।
৪৯. মাইটোসিস বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
উত্তর: ২টি।
৫০. বিভাজনের কোন পর্যায়ে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়?
উত্তর: মিয়োসিস-১।
৫১. প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে কোন ধাপে?
উত্তর: প্রোফেজ।
৫২. কোন বিভাজনের মাধ্যমে বংশগতির দ্বারা অক্ষুন্ন থাকে?
উত্তর: মিয়োসিস।
৫৩. কোন বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয়?
উত্তর: প্রোফেজ।
৫৪. ছত্রাকের কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনটি বিভাজিত হয়?
উত্তর: সাইটোপ্লাজম।
৫৫. মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অনুপাত হয়?
উত্তর: ১ঃ১।
৫৬. মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়?
উত্তর: ২ বার।
৫৭. মাইটোসিস বিভাজন প্রক্রিয়া শুরুর আগের অবস্থা হলো?
উত্তর: ইন্টারফেজ।
৫৮. মাইটোসিস বিভাজনকালে কোন প্রক্রিয়াটি প্রথমে ঘটে?
উত্তর: নিউক্লিয়াসের আকার বৃদ্ধি।
৫৯. কয়টি হ্যাপ্লয়েড কোষের মিলনের ফলে ডিপ্লয়েড অবস্থা সৃষ্টি হয়?
উত্তর: ২টি।
৬০. সন্তানের বৈশিষ্ট্য পিতা-মাতার অনুরুপ হয়। এটি কী ধরনের বৈশিষ্ট্য?
উত্তর: বংশগত।
Leave a Reply