জান্নাত কোন ভাষার শব্দ?
ক) আরবি শব্দ
খ) ফারসি শব্দ
গ) ফরাসি শব্দ
ঘ) পর্তুগিজ শব্দ
উত্তর: ক) আরবি শব্দ
“যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোন ফল খেতে দেয়া হবে, তারা বলবে, ‘এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল’। আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী।”
–সূরাঃ আল-বাকারা, আয়াত – ২৫
আল-বায়ান
তাফসির দেখুন
আরো পড়ুন:
Leave a Reply