চাঁদ হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট উপগ্রহ অন্যদিকে কৃত্রিম উপগ্রহ মানবসৃষ্ট বা মানুষের তৈরি যন্ত্র।
আসুন জেনে নেই উপগ্রহ কাকে বলে?
উপগ্রহ হলো যারা গ্রহকে কেন্দ্র করে ঘোরে তাদেরকেই উপগ্রহ বলা হয়। যেমন: চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে তাই চাঁদ একটি উপগ্রহ। আমরা প্রায় সকলেই জানি যে, পৃতিবীকে কেন্দ্র করে একটি গ্রহ ঘোরে আর সেটি হলো চাঁদ।
চাঁদ ও কৃত্রিম উপগ্রহের পার্থক্য নিম্নরুপ:
চাঁদ | কৃত্রিম উপগ্রহ |
চাঁদ প্রাকৃতিকভাবে সৃষ্ট উপগ্রহ, এটি পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মান। | আবহাওয়া, গবেষণা এবং যোগাযোগের জন্য নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত এক ধরনের বস্তু বা মেশিনকে কৃত্রিম উপগ্রহ বলে। |
মহাজাগতিক মেঘ থেকে চাঁদের সৃষ্টি। | কৃত্রিম উপগ্রহ মানবসৃষ্ট বস্তু বা মেশিন। |
চাঁদ আকারে অনেক বড় কৃত্রিম উপগ্রহের তুলনায়। | কৃত্রিম উপগ্রহ আকারে ছোট। |
Leave a Reply