চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় যে যে বিষয় সমূহ লক্ষ্য রাখা উচিত:
- সামনের গাড়ির গতি বা স্পিড ও গতিবিধি সম্পর্কে লক্ষ্য রাখতে হবে।
- সামনের গাড়ি থামার সংকেত দিচ্ছে কি না তা খেয়াল রাখতে হবে।
- সামনের গাড়ি ডানে / বামে ঘুরার সংকেত দিচ্ছে কি না তা লক্ষ্য রাখতে হবে।
- সামনের গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কি না লক্ষ্য রাখতে হবে।
প্রশ্ন: ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ সমূহ কি কি?
- ইঞ্জিন ওয়েল বা মবিল না থাকলে অথবা কম থাকলে।
- ফ্যান বেল্ট ছিঁড়ে গেলে।
- অতিরিক্ত মাল বোঝাই করলে।
- ইঞ্জিনের পানির পাম্প নষ্ট হলে।
- ব্রেক জ্যাম হয়ে থাকলে।
Leave a Reply