প্রশ্ন: কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ নিয়ে রচিত হয় কোনটি?
ক) মহাভারত
খ) চর্যাপদ
গ) শ্রীকৃষ্ণকীর্ত্তন
ঘ) রামায়ন
উত্তর: ক) মহাভারত
ভারতের দুটি মহাকাব্যের মধ্যে অন্যতম হলো মহাভারত আরেকটি রামায়ণ।মহাভারত সংস্কৃত ভাষায় রচিত একটি অন্যতম মহাকাব্য। এতে মূল উপজীব্য বিষয় হলো কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বাপর ঘটনাবলি। মহাভারতকে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম “উপন্যাস”।
Leave a Reply