প্রশ্ন: কাকে প্রাচীনতম মহিলা কবি বলে ধারণা করা হয়?
ক) কুক্কুরীপা
খ) চন্দ্রাবতী
গ) ফুল্লুরা
ঘ) রাধা
উত্তর: খ) চন্দ্রাবতী
চন্দ্রাবতী বাংলাদেশের প্রথম নারী কবি। তিনি আনুমানিক ১৫৫০ সালে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম বংশীদাস ভট্টাচার্য এবং মাতার নাম সুলোচনা বা অঞ্জনা। কিশোরগঞ্জ শহর থেকে ৬ কিলোমিটার দূরে পাতুয়াইর গ্রামে তার বাড়ি। চন্দ্রাবতীর রচিত কাব্যগুলো: মলুয়া, দস্যু কেনারামের পালা ও রামায়ণ(অসমাপ্ত)।
Leave a Reply