প্রশ্ন: কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় কোনটি?
ক) মনিটর
খ) স্ক্যানার
গ) মাউস
ঘ) কী-বোর্ড
উত্তর: ক) মনিটর
কম্পিউটারে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস সমূহ: কীবোর্ড, মাউস, জয় স্টিক, লাইট ট্র্যাক বল, স্ক্যানার, গ্রাফিক ট্যাবলেট, মাইক্রোফোন, ম্যাগনেটিক ইঙ্ক কার্ড রিডার (MICR), অপটিক্যাল ক্যারেক্টার রিডার (OCR), বারকোড রিডার, অপটিক্যাল মার্ক রিডার (OMR)।
কম্পিউটারে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস সমূহ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, হেডফোন, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড।
আরো পড়ুন:
BCIC মানে কি এবং এর সম্পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?
BFIDC বলতে কি বুঝায় এবং এর পূর্ণরুপ কি ব্যাখ্যা কর?
Leave a Reply