যদি কোনো দেশ অন্য আরেকটি দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে শাসনকার্য পরিচালনা করে তবে এটিকেই ঔপনিবেশিক শাসন বলা হয়।
ঔপনিবেশিক শাসনের একটি বৈশিষ্ট্য হলো– দখলদার শক্তি যতদিন শাসক হিসেবে থাকবে ততদিন সেই দেশের ধন-সম্পদ নিজ দেশে পাচার করবে।
অর্থাৎ এক দেশ অন্য একটি দেশের মধ্যে যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তাকেই ঔপনিবেশিক বলে। এর একটি বড় উদাহারণ হলো বাংলায় ইউরোপীয়দের আগমন(পঞ্চদশ শতকের শেষের দিকে)। নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে হারানোর মাধ্যমে ১৭৫৭ খ্রীষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার দখল করে নেয়।
Leave a Reply