উদ্ভিদঃ উদ্ভিদের মূল, কান্ড, শাখা-প্রশাখা ও পাতা রয়েছে। এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না। এরা দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না। উদ্ভিদ ফুল ও ফল ধারণ করে।
প্রাণীঃ প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গা চলাফেরা করতে পারে। চলাচলের জন্য এদের পা, ডানা বা পাখনা থাকে। প্রাণীর হাত, মুখ, কান, নাক ইত্যাদি রয়েছে। প্রাণীরা নিজের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে।
উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য ও বৈশিষ্ট্যঃ
উদ্ভিদঃ
- এদের মূল, কান্ড ও শাখা-প্রশাখা রয়েছে।
- উদ্ভিদ এক জায়গা থেকে অন্যত্র চলাফেরা করতে পারে না।
- মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে।
- নিজেদের খাদ্য নিজেই তৈরি করতে পারে।
- এরা দেখতে পায় না, শুনতে পায় না এবং ঘ্রাণ নিতে পারে না।
প্রাণীঃ
- প্রাণীর হাত, পা, চোখ, নাক, কান ও মুখ ইত্যাদি রয়েছে।
- চলাফেরার জন্য পা, ডানা বা পাখনা ব্যবহার করে।
- নিজের ইচ্ছানুযায়ী চলাচল করতে পারে।
- নিজের খাদ্য নিজের তৈরি করতে পারে না।
- এরা দেখতে পায়, শুনতে পায় এবং ঘ্রাণ ও স্বাদ নিতে পারে।
Leave a Reply