ইলেক্ট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রুপ হলো ই-মেইল। ইমেইল টেলিযোগাযোগের মাধ্যমে কম্পিউটারে সঞ্চিত বার্তাগুলি আদান প্রদান করতে সাহায্য করে। বিশ্বের যেকোন জায়গা থেকে তথ্য প্রেরণ ও প্রাপ্তিতে এর ব্যবহার ব্যপকভাবে হয়ে থাকে। ইমেইলের মাধ্যমে আপনি ব্যক্তিগুত তথ্য(চিত্র, অডিও, ভিডিও,ফাইল ইত্যাদি) আদান-প্রদানের পাশাপাশি অফিসের গুরুত্বপূর্ণ কাজও করা যায়।
১৯৭১ সালে রে টমলিনসন প্রথম ইমেইলটি প্রেরণ করেছিলেন।
জনপ্রিয় ইমেইল প্রেরণের মাধ্যম সমূহ:
- Gmail
- Yahoo Mail
- Outlook
- Apple Mail
- Samsung Mail
- Windows Live mail
ইমেইল ব্যবহারের সুবিধা সমূহ:
- ইমেইল একটি বিনামূল্যের তথ্য আদান প্রদানের সহজ মাধ্যম।
- ইমেইলের কার্যক্রম দিনে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন চালু থাকে।
- ইমেল অত্যন্ত দ্রুত তথ্য সরবরাহের মাধ্যম, পৃথিবীর যেকোন স্থান থেকে মুহূর্তের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন।
- একটি ইমেইলের মাধ্যমে এক বা একাধিক ফাইল অন্তর্ভুক্ত থাকতে পারে, আপনি ইমেইলের মধ্যে প্রয়োজনীয় নথি, ছবি বা অন্যান্য ফাইল প্রেরণ করতে পারবেন।
- ইমেইলের স্টেরেজ অনেক বেশি থাকে, তাই আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে রাখতে পারেন।
- ইমেল এক ব্যক্তি বা আপনার ইচ্ছামত একাধিক ব্যক্তির কাছে প্রেরণ করা যেতে পারে।
ইমেইল একাউন্ট কিভাবে খুলবেন:
Google Gmail খুবই জনপ্রিয় একটি ইমেইল ক্লাইন্ট, প্রায় সকল ব্যবহারকারীদের নিকট একটি Google Gmail একাউন্ট রয়েছে।
একটি ইমেইল একাউন্ট খুলতে প্রথমেই আপনাকে Google Gmail এ সাইন আপ করতে হবে। Google Gmail এর লিংকটি ক্লিক করুন, তারপর দেখতে পাবেন নিচের ছবিটির মতো আসবে।
এখন আপনি আপনার তথ্যগুলো পূরন করবেন। যেমন: নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ, ইউজার নেম এবং পার্সওয়ার্ড দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।
Next বাটনে ক্লিক করার পর আপনি নিচের ছবিটির মতো ইন্টাফেস পাবেন।
এখন আপনি আপনার ইমেইল একাউন্ট ভেরিফাই করার জন্য একটি ফোন নাম্বার দিতে হবে। আপনার ব্যবহৃত নাম্বার দিন এবং আবার Next বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোন নাম্বারে একটি মেসেজ যাবে, মেসেজে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাবেন। সেই কোডটি বসিয়ে দিলেই আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর তাদের টার্মস এন্ড পলিসিগুলো মেনে নিন( “I am agree”) বাটনে ক্লিক করুন। এখন আপনর ইমেইল একাউন্ট তৈরি হয়ে গেছে, আপনি যেকোন স্থান হতে তথ্য আদান-প্রদান করতে পারবেন যেকোন সময়।
Leave a Reply