কর্ডাটা পর্বের একটি উপপর্বে হলো ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা পর্বের প্রাণীগুলোকে ইউরোকর্ডেটসও বলা হয়।
ইউরোকর্ডাটা পর্বের পাণীগুলোর বৈশিষ্ট্য:
- প্রাথমিক অবস্থায় এদের ফুলকারন্ধ্র থাকে।
- পৃষ্ঠীয় ফাঁকা মেরুরজ্জু থাকে।
- শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে।
- এদের মধ্যে করোটি, কশেরুকা এবং পদ অনুপস্থিত।
ইউরোকর্ডাটার একটি উদাহরন হলোঃ অ্যাসিডিয়া।
Leave a Reply