যে সকল অংশীদারগণ ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পরও তাদের মূলধন উত্তোলন না করে তা ঋণ হিসেবে ব্যবসায়ে জমা রাখেন এবং ব্যবসায় থেকে মুনাফার পরিবর্তে সুদ গ্রহণ করেন তাদেরকে আপাতদৃষ্টিতে অংশীদার বলা হয়।
অর্থাৎ আপাতদৃষ্টিতে অংশীদারগণ ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উত্তোলন করে না। তাদের মূলধন ঋণ হিসেবে ব্যবসায়ে জমা রাখে। আপাতদৃষ্টিতে অংশীদারগণ ব্যবসায়ের পাওনাদার হিসেবে বিবেচিত হয়। মূলত তারা ব্যবসায়ের ঋণধাতা বা ব্যবসায়ের পাওনাদার।
আপাতদৃষ্টিতে অংশীদার এর বৈশিষ্ট্য কি কি?
- অংশীদারগণ ব্যবসায় হতে অবসর গ্রহণ করেন কিন্তু মূলধন উত্তোলন করে না।
- তাদের বিনিয়োগকৃত মূলধন ব্যবসায়ে ঋণ হিসেবে জম রাখেন।
- তারা মুনাফার পরিবর্তে সুদ গ্রহণ করেন।
- অংশীদারগণ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না।
- তারা ব্যবসায়ে অংশীদার নয় বরং তারা পাওনাদার বা ঋণদাতা।
Leave a Reply