কোন ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও যদি তার আচার-আচারণে, কথাবার্তা বা অন্য কোন মাধ্যমে নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে।
অর্থাৎ আচরণে অনুমিত অংশীদারগণ প্রকৃত অংশীদার না হয়েও তার আচার-আচরণে বা অন্য কোনো উপায়ে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়। এই অংশীদারের কর্মকাণ্ডের দ্বার প্রভাবিত হয়ে যদি কেউ ব্যবসায়ে ঋণ প্রদান করে বা কোনো ধরণের চুক্তি করে তাহলে আচরণে অনুমিত অংশীদার দায়বদ্ধ থকবে।
আচরণে অনুমিত অংশীদার এর বৈশিষ্ট্য কি কি?
- অংশীদার না হয়েও তার আচাণের মাধ্যমে নিজেকে অংশীদার বলে পরিচয় দেয়।
- এরূপ অংশীদার দ্বারা কেউ প্রভাবিত হয়ে ব্যবসায়ে ঋণ প্রদান বা চুক্তি করলে আচরণে অনুমিত অংশীদারগণ দায়ী থাকবে।
Leave a Reply