আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতিসীমা নিম্নরূপ:
- হালকা মোটরযান ও মোটরসাইকেলের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ ৭০ মাইল।
- মাঝারি বা ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ ৩৫ মাইল।
- মাঝারি বা ভারী মালবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টায় ৩০ মাইল।
সাইন বোর্ড দ্বারা সড়কের বিষয়ে স্থানে সর্বোচ্চ গতিসীমা কিলোমিটার প্রতি ঘন্টার দেয়া থাকে। কিছু অসুবিধার কারণে অনেক সময় সাইন বোর্ড নাও থাকতে পারে তবে আপনাবে গতিসীমা মেনে চলা উচিত।
সড়ক পরিবহন এর কিছু আইন:
- পূর্বের আইনে ড্রাইভিং লাইসেন্স পেতে শিক্ষাগত যোগ্যতার কোনও শর্ত ছিল না কিন্তু নতুন আইনের খসড়ায় বলা হয়েছে যে, ড্রাইভিং লাইসেন্স পেতে হলে চালককে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
- গাড়ি চালানোর জন্য চালকের বয়স পূর্বের মতোই রয়েছে কমপক্ষে ১৮ বছর হতে হবে। আর পেশাদার চালকদের বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর।
- নতুন আইনে যদি কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তাহলে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড দেওয়া যাবে। কিন্তু পূর্বের আইনে ছিলৈা তিন মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানার বিধান ছিল।
এগুলি ছাড়াও সড়ক পরিবহনের অনেক আইন রয়েছে।
Leave a Reply