প্রশ্ন: অন্ধকারে ঢিল মারা বাগধারাটির অর্থ কি?
উত্তর: আন্দাজে কাজ করা, অনুমানে কাজ করা।
উদাহারণ:
- কবিরের স্বভাবই অন্ধাকারে ঢিল মারা।
- অন্ধকারে ঢিল মেরে সব কাজ সঠিকভাবে করা যায় না।
- অন্ধকারে ঢিল মারা স্বভাবটা বাদ দাও, এভাবে কখনোই সফল হওয়া যায় না।
আরো পড়ুন:
Leave a Reply