যখন শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে তখন তাকে অন্ত্যস্বরাগম বলে। অর্থাৎ অন্ত্যস্বরাগম এর ক্ষেত্রে শব্দের শেষে স্বরধ্বনি আসবে।
অন্ত্যস্বরাগম এর উদাহরণঃ
দিশ্ > দিশা (এখানে দিশ্= দ+ই+শ এবং দিশা= দ+ই+শ+আ, অর্থাৎ দিশ্ শব্দটির শেষে আ স্বরধ্বনি যোগ হয়ে দিশা হয়েছে)
সত্য > সত্যি
বেঞ্চ > বেঞ্চি
পোখত্ > পোক্ত
Leave a Reply