যে সকল অব্যয়পদ বিশেষ্য বা সর্বনামের পরে কখনো স্বাধীনভাবে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাদেরকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। যেমন: ‘স্বপ্ন দিয়ে তৈরি যে দেশ’ — এই বাক্যে ‘দিয়ে’ একটি অনুসর্গ।
এখানে, ‘অনু’ অর্থ পরে বা পশ্চাতে এবং ‘সর্গ’ অর্থ সৃষ্টি বা ব্যবহার। অনুসর্গ শব্দের পরে বসে সংশ্লিষ্ট শব্দের সঙ্গে পরবর্তী শব্দের অর্থবোধক সম্পর্ক সৃষ্টি করে। অনুসর্গগুলো অব্যয় পদ এবং এদের নিজস্ব অর্থ আছে। অনুসর্গ দিয়ে কারক চেনা যায় এবং অনুসর্গ বিভক্তির মতো কাজ করে।
বাংলা ভাষায় অনেক অনুসর্গ রয়েছে। যেমন:
দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, হতে, হইতে, থেকে, চেয়ে, সঙ্গে, পক্ষে, পাছে, জন্যে, জন্য, পরে, মাঝে, নামে, পানে, তরে, সহকারে, বিহনে, ভিন্ন, ব্যতীত, ভিতর, ভেতর ,প্রতি, বিনা, অপেক্ষা, সহ, ওপর, অবধি, হেতু, বই, পর্যন্ত, মতো, নিকট, অধিক, ইত্যাদি।
বাংলায় যে সকল অনুসর্গ কারক – বিভক্তি রূপে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে:
- দ্বারা
- দিয়া
- কর্তৃক
- হইতে
- থেকে
- চাইতে
- বিনা
- চেয়ে
- অপেক্ষা
- মধ্যে ইত্যাদি।
অনুসর্গের প্রয়োজনীয়তা:
- অনুসর্গ নির্দেশ করে বাক্যের অর্থগত শৃঙ্খলা।
- অনুসর্গগুলো বাংলা ভাষায় বিভক্তির কাজ করে।
- অনুসর্গগুলো বাক্য গঠনে সহায়তা করে।
- পাশাপাশি পদসমূহের অন্বয় সাধনে অনুসর্গের ভূমিকা গুরুত্বপূর্ণ।
- অনুসর্গ ছাড়া কারকের অর্থ প্রকাশ পায় না।
- অভাব, তুলনা ইত্যাদি ভাব প্রকাশ করার জন্য অনুসর্গের প্রয়োজন।
অনুসর্গের প্রয়োগ:
১. বিনা / বিনে : তুমি বিনা/বিনে আমার কে আছে? (কর্তৃ কারকের সঙ্গে)
২. বিনি : বিনি সুতায় গাঁথা মালা। (করণ কারকের সঙ্গে)
৩. অবধি : সন্ধ্যা অবধি অপেক্ষা করব। (পর্যন্ত অর্থে)
৪. সহিত : শত্রুর সহিত সন্ধি চাই না। (সমসূত্র অর্থে)
৫. সহ: তিনি পুত্রসহ উপস্থিত হলেন। (সহগামিতা অর্থে)
৬. মতো : বেকুবের মতো কাজ করো না। (ন্যায় অর্থে)
৭. দ্বারা : তোমার দ্বারা এমন কাজ কী করে সম্ভব।
৮. প্রতি: ভক্ত নায়কের প্রতি কৃপা কর ভগবতি।
৯. কারণ: পরের কারণে স্বার্থ দিয়া বলি।
১০. অপেক্ষা: মনুষ্য জাতি প্রায় সমুদয় জন্তু অপেক্ষা অধিক কাল বাঁচে।
১১. নিকট: তোমার নিকট অভিযোগ নিয়ে এসেছি।
১২. মাঝে: সবহারাদের মাঝে আমি একা।
১৩. বদল: নাকের বদলে নরুন পেলাম।
১৪. বাদ: তিন মাস বাদে ফিরে এলাম।
১৫. সকাশ: গুরুর সকাশে আসি বসে ধীরে ধীরে।
এগুলি ছাড়াও অনুসর্গের আরো প্রয়োগ রয়েছে।
আরো পড়ুন:
Leave a Reply