অনুপ্রেরণা ১৯ হলো গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে নির্মিত স্মারক ভাষ্কর্য।
এই ভাস্কর্যটিতে লুঙ্গি পরা এক বয়স্ক কৃষকের হতে বল্লম, এক কিশোরের হাতে বাঁশের লাঠি, তার পাশেই এক যুবকের হাতে রয়েছে দোনালা বন্দুক। তাদের পেছনে বাঁ হাতে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের পতাকা, আর ডান হাতে সেবাদানের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন প্রেরণাদায়ী এক নারী।
অনুপ্রেরণা ১৯ ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বেধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ভস্কর্যটি নির্মাণ করতে প্রায় তিন মাস সময় লেগেছে। অনুপ্রেরণা ১৯ ভাস্কর্যটি সার্কিট হাউজের সবুজ মাঠের ঠিক মাঝখানে সাড়ে তিন ফুট উঁচু অবস্থান করে আছে।
Leave a Reply