অনিয়মিত বাহিনীকে গণ বাহিনী বলেও অভিহিত করা হয়, ছাত্র, যুকব, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এ বাহিনীর সরকারী নামকরণ করা হয় ‘গণবাহিনী’ বা এফ. এম.(ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা)।
পাকিস্তান হানাদারদের অত্যাচার থেকে রক্ষা পাবার জন্য মুক্তিবাহিনীর একটি শাখা হিসেবে অনিয়মিত বাহিনী গঠিত হয়। বেসামরিক সর্বস্তরের জনগণ নিয়ে গড়ে উঠেছিল অনিয়মিত বাহিনী। এ বাহিনীর মূল উদ্দেশ্য ছিলো বাংলাদেশের ভেতরে পাকিস্তানী আর্মির বিরুদ্ধে গেরিলা কায়দায় আক্রমণ করে তাদের ক্ষতিসাধন করা।
Leave a Reply