BRTA এর পূর্ণরূপ কি? BRTA কি?

EIIN এর পূর্ণরূপ কি? EIIN মানে কি?

EIIN এর পূর্ণরূপ হলো: Educational Institute Identification Number

Educational Institute Identification Number হলো একটি ইউনিক বা অনন্য নাম্বার যা প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানের থাকে। প্রতিটি কলেজের একটি EIIN নম্বর রয়েছে। আপনি হয়তো দেখে থাকবেন, প্রতিটি কলেজ কোডের আগে EIIN লেখা থাকে অর্থাৎ এটি হচ্ছে ঐ কলেজটিকে চেনার একটি অনন্য নাম্বার। EIIN Number দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুব সহজেই সনাক্তকরণ করা যায়। 

কলেজে ভর্তি হওয়ার সময় EIIN কোড প্রয়োজন পড়ে, কারণ আপনি যখন কোনো কলেজে ভর্তির আবেদন করতে চান তাহলে আবেদন এর সময় আপনাকে কলেজের EIIN কোড উল্লেখ করা লাগবে। EIIN নাম্বার জানা না থকলে আবেদন সম্পূর্ণ করা অসম্ভব হয়ে পড়ে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সহজে শনাক্ত করার জন্য বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক এই নম্বর দেওয়া হয়।

যেমন: 

EIIN শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থান
134131 BANGLADESH KRIRA SHIKKHA PROTISHTAN ZIRANI
107824 BARUA ALAUDDIN DEWAN HIGH SCHOOL KHILKHET
108574 BADSHA FAHAD SCHOOL AND COLLEGE UTTARA
100116 UTTAR SONAKHALI SCHOOL & COLLEGE UTTAR SONAKHLI

উপরের চারটি প্রতিষ্ঠানের  EIIN নাম্বারগুলি যেমন ইউনিক ঠিক তেমনি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠাণের একটি EIIN নাম্বার থাকে। 

Comments

One response to “EIIN এর পূর্ণরূপ কি? EIIN মানে কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link