BSFIC এর পূর্ণরূপ কি

BSFIC এর পূর্ণরূপ কি? বিএসএফআইসি এর কার্যাবলি সমূহ কি কি?

BSFIC এর পূর্ণরূপ হলো: Bangladesh Sugar and Food Industries Corporation

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা চিনি উৎপাদনের দায়িত্বে রয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ১ জুলাই ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের ১৫টি রাষ্ট্রীয় চিনিকলের দায়িত্বে রয়েছে। 

বাংলাদেশ সরকার কর্তৃক একজন চেয়ারম্যান এবং পাঁচজন পরিচালক এর সমন্বয়ে একটি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। 

বিএসএফআইসি এর ভিশন ও মিশন:

BSFIC এর ভিশন: চিনি উৎপাদন বৃদ্ধি, উপজাতভিত্তিক পণ্য উৎপাদন এবং সংস্থাকে লাভজনক পর্যায়ে উন্নীতকরণ।

BSFIC এর মিশন: মানসম্মত চিনি উৎপাদন বৃদ্ধি ও ভোক্তাদের মাঝে সরবরাহ, উপজাতভিত্তিক পণ্যের বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠানকে লাভজনক পর্যায়ে উন্নীতকরণ।

Credit: http://www.bsfic.gov.bd/

বিএসএফআইসি করপোরেশনের আওত্তাধীন চিনিকলসমূহ:

  1. পঞ্চগড় সুগার মিলস লিমিটেড
  2. ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড
  3. শ্যামপুর সুগার মিলস লিমিটেড
  4. জয়পুরহাঁট সুগার মিলস লিমিটেড
  5. সেতাবগঞ্জ সুগার মিলস লিমিটেড
  6. রংপুর সুগার মিলস লিমিটেড
  7. ফরিদপুর সুগার মিলস লিমিটেড
  8. নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড
  9. কেরু এন্ড কোং (বিডি) লিমিটেড
  10. পাবনা সুগার মিলস লিমিটেড
  11. রাজশাহী সুগার মিলস লিমিটেড
  12. নাটোর সুগার মিলস লিমিটেড
  13. জিল বাংলা সুগার মিলস লিমিটেড
  14. কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড
  15. মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড

বিএসএফআইসি এর কার্যাবলি সমূহ:

  1. লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি উৎপাদন করা।
  2. উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চফলনশীল আখচাষ বৃদ্ধি করা।
  3. দক্ষতার সাথে চিনিকল নিয়ন্ত্রন ও পরিচালনা করা।
  4. দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা।
  5. অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতার লক্ষ্যে চিনি, চিনিজাত ও উপজাতভিত্তিক পণ্য উৎপাদনের নতুন প্রকল্প বাস্তবায়ন করা। 

Credit: http://www.bsfic.gov.bd/

আরো পড়ুন:

INR বলতে কি বুঝায় এবং এর সম্পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?

DVD মানে কি? ডিভিডি এর পূর্ণরূপ কি বিস্তারিত জানতে চাই?

Comments

3 responses to “BSFIC এর পূর্ণরূপ কি? বিএসএফআইসি এর কার্যাবলি সমূহ কি কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link