BSCIC এর পূর্ণরূপ হলো: Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC).
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) যা বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে ক্ষুদ্র, গ্রামীণ এবং কুটির শিল্পকে সহায়তা প্রদান করে । বেসিক মূলত ক্ষুদ্র, কুটির ও গ্রামীণ শিল্পের প্রচার ও বিকাশের জন্য কাজ করে। বিসিক এর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে দেশে অনেক শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে।
1957 সালে প্রতিষ্ঠানটি সংসদের একটি আইনের মাধ্যমে তৈরি করা হয়েছিল। বাংলাদের স্বাধীনতা লাভের পূর্বে এর নাম ছিল পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর এটিকে বিসিক করা হয়।BSCIC এর প্রধান কার্যালয় 137-138, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। বিসিক বেসরকারি খাতে ক্ষুদ্র, কুটির ও গ্রামীণ শিল্পের প্রচারের জন্য বাংলাদেশের প্রধান প্রবর্তক সংস্থা।
বেসিক এর ভিশন হলো: “শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে পরিবেশবান্ধব শিপ্লায়ন”
বেসিক এর মিশণ হলো: “বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র নিরসন”
BSCIC এর কার্যাবলী:
- দেশের মধ্যে ক্ষুদ্র, মাঝারি, ও কুটির শিল্প তৈরি কারার লক্ষ্যে বিনিয়োগপূর্ব এবং বিনিয়োগোত্তর সেবা প্রদান করা।
- ঋণের ব্যবস্থা করা বা ঋণ সহায়তা প্রদান করা।
- দীর্ঘস্থায়ী অবকাঠামোগত উন্নয়ন করার মাধ্যমে পরিবেশবান্ধব শিল্পপার্ক ও শিল্পনগরী গড়ে তোলা।
- সঠিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা।
- কারিগর ও কারিগরদের দক্ষতা উন্নয়ন করা।
- উন্নত প্রযুক্তি ও পদ্ধতি নির্ভর লবন উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধকরণ।
- ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে বড় এবং মাঝারি আকারের শিল্পের মধ্যে সংযোগের বিকাশ করা, ইত্যাদি।
বেসিক এর আঞ্চলিক কার্যালয় সমূহ:
- ঢাকা আঞ্চলিক কার্যালয়
- চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়
- খুলনা আঞ্চলিক কার্যালয়
- রাজশাহী আঞ্চলিক কার্যালয়
BSCIC এর পূর্ণরূপ কি?
উত্তর: BSCIC এর পূর্ণরূপ হলো: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
বেসিক এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তর: মতিঝিল, ঢাকা।
আরো পড়ুন:
ATM বলতে কি বুঝায় এবং এর পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?