রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তর?

রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তর?

রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তর একনজরে দেখে নিনঃ

১. খাবার সোডার সংকেত কি?
উত্তর: খাবার সোডার সংকেত NaHCO3

২. সোডিয়ামের প্রোটন সংখ্যা কত?
উত্তর: সোডিয়ামের প্রোটন সংখ্যা ১১।

৩. মিল্ক অব লাইমের সংকেত কি?
উত্তর: মিল্ক অব লাইমের সংকেত হলো: Mg(OH)2

৪. তুঁতের সংকেত কি?
উত্তর: তুঁতের সংকেত হলো: CuSO4.5H2O

৫. ভিনেগারের সংকেত কি?
উত্তর: ভিনেগারের সংকেত হলো: CH2COOH

৬. ফেরিক অক্সাইডের সংকেত কি?
উত্তর: ফেরিক অক্সাইড এর সংকেত হলো: Fe2O3

৭. স্ল্যাক লাইম কি?
উত্তর: স্ল্যাক লাইম মূলত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যার রাসায়নিক সংকেত হলো Ca(OH)2

৮. অ্যানোড কি?
উত্তর: অ্যানোড হলো তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক আধানযুক্ত তড়িদদ্বার।

৯. মোম প্রজ্বলনে কোন শক্তির পরিবর্তন ঘটে?
উত্তর: রাসায়নিক শক্তি।

১০. (NH4)2SO4 যৌগে অ্যামোনিয়ামের যোজনী কত?
উত্তর: ১।

১১. চুনাপাথরের সংকেত কি?
উত্তর: CaCO3

১২. চুনের সংকেত কি?
উত্তর: CaO

১৩. সোডিয়ামের প্রতীক কি?
উত্তর: Na

১৪. কার্বনের যোজনী কোনটি?
উত্তর: ২ ও ৪

১৫. এক অণু সালফিউরিক এসিডে কতটি পরমাণু আছে?
উত্তর: ৭টি।

১৬. অ্যামোনিয়াম নাইট্রেট এর সংকেত কি?
উত্তর: NH4NO3

১৭. দুই অণু পানিতে কতটি পরমাণু থাকে?
উত্তর: ৬টি।

১৮. সালফারের দহনের ফলে উৎপন্ন আগুনের শিখার বর্ণ কিরুপ হয়?
উত্তর: নীল।

১৯. কোন বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয়?
উত্তর: বিয়োজন।

২০. চুনের পানির সংকেত কি?
উত্তর: Ca(OH)2




২১. কপার সালফেট এর সংকেত কি?
উত্তর: CuSO4

২২. একটি অক্সিজেন পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়?
উত্তর: ২।

২৩. অ্যামোনিয়ার একটি অণুতে কয়টি পরমাণু বিদ্যমান?
উত্তর: ৪টি।

২৪. অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি?
উত্তর: NH4Cl

২৫. NH4Cl কে উত্তপ্ত করলে, কি উৎপন্ন হয়?
উত্তর: NH3

২৬. গাড় ধূসর বর্ণের পদার্থ কোনটি?
উত্তর: FeS

২৭. পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করতে কি ব্যবহার করা হয়?
উত্তর: সংকেত।

২৮. যৌগের সংকেত লিখতে হলে তার কয়টি অংশ লাগে?
উত্তর: ২টি।

২৯. মিথেনে (CH4) কার্বনের(C) যোজ্যতা কত?
উত্তর: ৪।

৩০. ক্যালসিয়ামের যোজনী কত?
উত্তর: দুই।

৩১. ফসফেট যৌগমূলকের যোজনী কত?
উত্তর: ৩।

৩২. CO2 এ কার্বনের যোজনী কত?
উত্তর: ৪।

৩৩. NH3 যৌগটিতে নাইট্রোজেনের যোজনী কত?
উত্তর: ৩।

৩৪. কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে সেই সংখ্যা কোথায় লিখতে হয়?
উত্তর: অণুর সংকেতের আগে।

৩৫. NaOH এবং H2SO4 এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
উত্তর: NaSO4, H2O

৩৬. CaCO3 এর বিভাজনে কোনটি উৎপন্ন হয়?
উত্তর: CaO ও CO2

৩৭. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে কোনটি অপরিহার্য থাকে?
উত্তর: ভর।

৩৮. চুুনের পানিকে ঘোলা করে কোনটি?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

৩৯. সালফার ও অক্সিজেনের বিক্রিয়া কোন প্রকৃতির?
উত্তর: দহন।

৪০. দহন বিক্রিয়ার জন্য কোনটি অবশ্যই যোগ করতে হয়?
উত্তর: অক্সিজেন।




৪১. ম্যাগনেসিয়াম অক্সিজেন যোগ করলে উৎপন্ন পদার্থ দেখতে কেমন হয়?
উত্তর: ছাইয়ের মতো।

৪২. দিয়াশালাই দিয়ে মোমবাতি জ্বালানো হলে কি বিক্রিয়া ঘটে?
উত্তর: দহন।

৪৩. তুঁতের দবনের বর্ণ কেমন?
উত্তর: নীল।

৪৪. তুঁতের টুকরায় তাপ দেওয়া হলে তা কি বর্ণ ধারণ করে?
উত্তর: সাদা।

৪৫. লোহার গুঁড়া ও তুঁতের দ্রবণের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
উত্তর: আয়রন সালফেট।

৪৬. চুনাপাথর তাপ দিলে কোন বিক্রিয়া সম্পাদিত হয়?
উত্তর:বিয়োজন।

৪৭. লেবুর রসে কোন এসিড থাকে?
উত্তর: সাইট্রিক এসিড।

৪৮. খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়ায় কয়টি যোগ উৎপাদিত হয়?
উত্তর: ৩টি।

৪৯. মোমের দহনে কোনটির রুপান্তর ঘটে?
উত্তর: শক্তি।

৫০. লেবুর রসের সংকেত কি?
উত্তর: C6H8O7

৫১. ভিনেগার এর সংকেত কি?
উত্তর: CH3COOH

৫২. সোডিয়াম সাইট্রেট এর সংকেত কি?
উত্তর: Na3C6H5O7

৫৩. সোডিয়াম সাইট্রেটে কয় পরমাণু অক্সিজেন রয়েছে?
উত্তর: ৭টি।

৫৪. চুনে কি যোগ করলে তাপ উৎপন্ন হয়?
উত্তর: পানি।

৫৫. শুষ্ক কোষের বাইরের চোঙাটি কিসের তৈরি?
উত্তর:  জিঙ্ক।




৫৬. তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ কোনটি?
উত্তর: সোডিয়াম ক্লোরাইড।

৫৭. শুষ্ক কোষ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: NH4Cl

৫৮. SO2 গ্যাসের গন্ধ কি রুপ?
উত্তর: ঝাঁঝালো।

৫৯. কপারের যোজনী কোনটি?
উত্তর: ১, ২

৬০. SO2 যৌগটিতে সালফারের যোজনী কত?
উত্তর: ৪

৬১. আয়রন সালফেটের বর্ণ কিরুপ?
উত্তর: হালকা সবুজ।

৬২. ভিনেগারে চুন যোগ করলে কোনটি উৎপন্ন হয়?
উত্তর: Ca(CH3COO)2

৬৩. শুষ্ক কোষে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: Zn

৬৪. তুঁতের দ্রবণের সাথে আয়রনের বিক্রিয়া কোন শ্রেণির বিক্রিয়া?
উত্তর: প্রতিস্থাপন।

৬৫. খাবার সোডার সাথে লেবুর রস যোগ করলে যে বুদবুদ তৈরি হয় তা কোন গ্যাসের?
উত্তর: CO2

৬৬. খাবার সোডায় কোন যৌগটি থাকে?
উত্তর: NaHCO3

৬৭. মিথেন যৌগে কার্বনের যোজনী কত?
উত্তর: ৪

৬৮. বেকিং সোডা বা খাবার সোডার সংকেত কি?
উত্তর: NaHCO3

৬৯. সাইট্রিক এসিডের একটি অণুতে কতটি পরমাণু আছে?
উত্তর: ২১টি।




৭০. একজন ডুবুরি কোন বিক্রিয়কের মাধ্যমে অক্সিজেন পায়?
উত্তর: KClO3

৭১. তুঁতের দ্রবণের সাথে আয়রনের বিক্রিয়া কোন শ্রেণির বিক্রিয়া?
উত্তর: প্রতিস্থাপন।

৭২. কপার ধাতুর অপর নাম কি?
উত্তর: তামা।

৭৩. সিলভারের প্রতিক কি?
উত্তর: Ag

৭৪. ক্লোরিন কয় হাতবিশিষ্ট মৌল?
উত্তর: এক হাত।

৭৫. সালফারের অপর নাম কি?
উত্তর: গন্ধক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link