রাঙ্গামাটি জেলা কিসের জন্য বিখ্যাত?

রাঙ্গামাটি জেলা কিসের জন্য বিখ্যাত?

রাঙ্গামাটি জেলা আনারাস, কাঠাল এবং কলার জন্য বিখ্যাত।

রাঙ্গামাটি জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. রাজবন বিহার
  2. কাপ্তাই হ্রদ
  3. সুবলং ঝরনা
  4. ঝুলন্ত সেতু
  5. রাইংখ্যং পুকুর
  6. রাজা জং বসাক খানের দীঘি ও মসজিদ
  7. বুদ্ধদের প্যাগোডা
  8. কাপ্তাই জাতীয় উদ্যান
  9. পেদা টিং টিং
  10. চাকমা বাজার রাজবাড়ি

বাংলাদেশের সবচেয়ে বড় জেলাটিই হলো রাঙ্গামাটি । এই জেলাটি বাংলাদেশের পার্বত্য জেলা হিসাবে পরিচিত। আমাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাঙ্গামাটি জেলাটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এ জেলাটির আয়তন প্রায় ৬১১৬.১৩ বর্গ কিমি। 

এ জেলার পশ্চিমে রয়েছে চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলা, পূর্বে রয়েছে মায়ানমারের চিন প্রদেশ ও ভারতের মিজোরাম, দক্ষিণে রয়েছে বান্দরবান জেলা এবং উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। মোট ১০টি উপজেলা ও ১২টি থানা নিয়ে রাঙ্গামাটি জেলাটি বিস্তৃত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link