ব্যবসায়ের সমীকরণ কোনটি?

ব্যবসায়ের সমীকরণ কোনটি?

আমরা জানি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টসহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।

ব্যবসায়ের উৎপাদন কর্যাবলি সম্পাদন হয় শিল্পের মাধ্যমে এবং বণ্টন কর্যাবলি সম্পাদন হয় বাণিজ্যের মাধ্যমে। বণ্টন প্রক্রিয়ায় ক্রয়-বিক্রয়/পণ্য বিনিময় বড় ভুমিকা পালন করে এবং আর অন্যান্য কাজগুলোকে পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলি হিসাবে বিবেচিত হয়।

ব্যবসায়ের সমীকরণ হলো:

B= ∑I+ ∑T+ ∑AT
এখানে,
B= Business/ব্যবসায়
I= Industry/শিল্প
T= Trade/পণ্য বিনিময়
AT= Auxiliaries to Trade/বিনিময়ের সহায়ক কার্য
∑ = Summation/সমষ্টি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link