পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি, সাধারণ জ্ঞান

পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি?

পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক ইন্টারনেট।

আরো কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তরঃ

প্রশ্নঃ ইন্টারনেট চালু হয় কবে?
উত্তরঃ ARPANET দিয়ে (১৯৬৯)

প্রশ্নঃ ARPANET চালু করে কে?
উত্তরঃ মার্কিন প্রতিরক্ষা বিভাগ

প্রশ্নঃ ইন্টারনেট শব্দটি চালু হয় কবে থেকে?
উত্তরঃ ১৯৮২ সাল থেকে

প্রশ্নঃ ARPANETএ TCP/IP চালু হয় কবে?
উত্তরঃ ১৯৮৩ সালে

প্রশ্নঃ NSFNET প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৬ সালে

প্রশ্নঃ ARPANET বন্ধ হয় কবে?
উত্তরঃ ১৯৯০ সালে

প্রশ্নঃ সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে

প্রশ্নঃ ISOC প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৯২ সালে

প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)

প্রশ্নঃ ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায়ে ছিল কখন?
উত্তরঃ ১৯৬৯-১৯৮৩ সাল

Next

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link