রংপুর বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি?

রংপুর বিভাগের জেলা সমূহ মোট ৮টি। রংপুর বিভাগের আয়তন ১৬৩৭৪.০৯১ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৫৭৮৭৭৫৮ জন। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। রংপুর বিভাগটির পূর্বে রয়েছে ভারতের অসম ও মেঘালয় রাজ্য এবং জামালপুর জেলা, পশ্চিম ও উত্তর দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণ দিকে রয়েছে রাজশাহী বিভাগ অবস্থিত।

রংপুর বিভাগের জেলা সমূহ:

  1. কুড়িগ্রাম জেলা
  2. রংপুর জেলা
  3. লালমনিরহাট জেলা
  4. গাইবান্ধা জেলা
  5. দিনাজপুর জেলা
  6. পঞ্চগড় জেলা
  7. ঠাকুরগাঁও জেলা
  8. নীলফামারী জেলা 

রংপুর বিভাগের ঐতিহ্য সমূহ: 

১. রংপুর জেলা: রংপুর চিড়িয়াখানা, তাজহাট জমিদার বাড়ী, ভিন্ন জগত, টেপার জমিদার বাড়ী, বড়বিল মসজিদ, বখতিয়ার মসজিদ, ফুলচৌকি মসজিদ, কেরামতিয়া মসজিদ, মিঠাপুকুর মসজিদ, ইটাকুমারী জমিদার বাড়ী, পায়রাবন্দ জমিদার বাড়ী, জমিদার অজিত রায়ের জমিদার বাড়ী,ভাংনী মসজিদ ইত্যাদি। 

২. কুড়িগ্রাম জেলা: মুনসীবাড়ী, পাঙ্গা জমিদার বাড়ী, চিলমারী বন্দর, চান্দামারী মসজিদ, য়ারহাটে (রাজারহাট) মুগল আমলে মসজিদের ধ্বংসাবশেষ ইত্যাদি।

৩. নীলফামারী জেলা: নীলসাগর, চিনি মসজিদ, অঙ্গরা মসজিদ, তিস্তা ব্যারেজ, সৈয়দপুর ক্যাথলিক গীর্জা, সৈয়দপুর রেলওয়ে কারখানা, হাজী তালেঙ্গা মসজিদ ইত্যাদি।

৪. পঞ্চগড় জেলা: রক্স মিউজিয়াম, ভিতরগড়, ঐতিহাসিক কাজল দীঘি, মির্জাপুর শাহী মসজিদ, চা বাগান ইত্যাদি।

৫. দিনাজপুর জেলা: রামসাগর, স্বপ্নপুরী, ঘোড়াঘাট প্রাচীন দূর্গ মসজিদ, সুরা মসজিদ, দিনাজপুর যাদুঘর, পার্বতীপুর রেল ষ্টেশন, সীতাকোট বিহারের বিভিন্ন কক্ষ, বড়পুকুরিয়া কয়লা খনিকমপ্লেক্স, ইত্যাদি।

৬. ঠাকুরগাঁও জেলা: মহালবাড়ি, মসজিদহরিপুর রাজবাড়ি, হরিণমারী শিব মন্দির, রাজভিটা, জগদল রাজবাড়ি, সনগাঁ শাহী মসজিদ, শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া ইত্যাদি।

৭. গাইবান্ধা জেলা: বর্ধনকুঠি জমিদার বাড়ী, মাস্তা মসজিদ, রংপুর চিনিকল, পাড়াকচুয়া মসজিদ ইত্যাদি।

৮. লালমনিরহাট জেলা: তিস্তা সেতু, নিদাড়িয়া মসজিদ, কাকিনা জমিদারবাড়ী, দ্বিতীয় বিশ্ব যুদ্ধ স্মৃতি বিজড়িত বিমানঘাটি, সুকান দিঘী, তিন বিঘা করিডোর, বুড়িমারী স্হল বন্দর ইত্যাদি।

রংপুর বিভাগ ২৫ জানুয়ারি ২০১০ সালে বাংলাদেশের ৭ম বিভাগ হিসাবে গঠিত হয়েছিল। এর আগে এটি রাজশাহী বিভাগের অধীনে ছিল ।

আরো পড়ুন: 

ময়মনসিংহ বিভাগে কতটি জেলা রয়েছে?

IEDCR কি এবং এর সম্পূর্ণরুপ কি ব্যাখ্যা কর?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x

৭০% ছাড়ে ৫০টি CV & Resume কিনুন মাত্র ৳৩০ টাকা

X
Share via
Copy link
Powered by Social Snap