মেহেরপুর জেলা মিষ্ট সাবিত্রি, রসকদম্ব ও আমড়া এর জন্য বিখ্যাত। তাছাড়াও মেহেরপুরে সুস্বাদু আমের সুনাম রয়েছে।
মেহেরপুর জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স
- পৌর ঈদগাহ
- মেহেরপুর পৌর কবরস্থান
- আমঝুপি নীলকুঠি
- ভবানন্দপুর মন্দির
- সিদ্ধেশ্বরী কালীমন্দির
- ভাটপাড়ার নীলকুঠি
- সাহারবাটি
- বল্লভপুর চার্চ
- ভৈরব নদী
মেহেরপুর জেলাটি আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অঞ্চল, এটি খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ৭৫১.৬২ বর্গ কিমি। মেহেরপুরের পশ্চিমে অবস্থিত পশ্চিমবঙ্গ(ভারত), পূর্বে অবস্থিত কুষ্টিয়া জেলা ও চুয়াডাঙ্গা জেলা, দক্ষিণে অবস্থিত চুয়াডাঙ্গা জেলা ও পশ্চিমবঙ্গ(ভারত) এবং উত্তরে অবস্থিত কুষ্টিয়া ও পশ্চিমবঙ্গ(ভারত)।
মোট ৩টি উপজেলা ও ১৮টি ইউনিয়ন নিয়ে মেহেরপুর জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।
Very good