বাংলা সাহিত্যের ছন্দ নিয়ে যত প্রশ্ন ও উত্তর

ছন্দের কতিপয় সঙ্গা সমূহ একসাথেঃ

১. অমূল্যধন মুখোপাধ্যায়ের মতে ছন্দ হলোঃ পদ বিন্যাস করিলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয়, তাহাকে ছন্দ বলে।

২. ড.সুনীতিকুমার চট্টপাধ্যায়ের মতে ছন্দ হলোঃ বাক্যস্থিত পদগুলোকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতিমধুর হয় ও তাহার মধ্যে ভাবগত ও ধ্বনিগত সুষমা উপলব্ধি হয়, পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে।

৩. তারাপদ ভট্টাচার্যের মতে ছন্দ হলোঃ ভাষার অন্তর্গত প্রবহমান ধ্বনি সৌন্দর্যই ছন্দ।

৪. প্রবোধচন্দ্র সেনের মতে ছন্দ হলোঃ শিল্পীত বাকরীতির নামই ছন্দ।

ছন্দ অর্থ ছাঁচ, গড়ন বা ভঙ্গি। কাব্যের গতিসৌন্দর্য বিধায়ক একটি স্বতঃস্ফূর্ত নির্মাণকৌশল।

বাংলা ছন্দের প্রকারভেদ:

বাংলা কবিতার ছন্দ মূলত ৩টি।

  1. স্বরবৃত্ত ছন্দ (স্বরবৃত্ত ছন্দ সাধারণত দ্রুত লয়ের ছন্দ)
  2. মাত্রাবৃত্ত ছন্দ (মাত্রাবৃত্ত ছন্দ মধ্য লয়ের ছন্দ)
  3. অক্ষরবৃত্ত ছন্দ (অক্ষরবৃত্ত ছন্দ বিলম্বিত বা ধীর লয়ের ছন্দ)
  • স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সব সময় এক মাত্রা হয়।
  • মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সব সময় দুই মাত্রা হয়।
  • অক্ষরবৃত্ত ছন্দে শব্দের শেষে বদ্ধাক্ষার দুই মাত্রা হয়।

কবিগন স্বরবৃত্ত ছন্দকে কে কি নামে অভিহিত করেছেনঃ

  • রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন বাংলা প্রাকৃত ছন্দ
  • অমূল্যধন মুখোপাধ্যায় উল্লেখ করেছেন দ্রুতলয় বা শ্বাসাঘাত প্রধান ছন্দ
  • দ্বিজেন্দ্রলাল রায় উল্লেখ করেছেন মাত্রিক ছন্দ
  • সত্যেন্দ্রনাথ দত্ত উল্লেখ করেছেন চিত্রা ছন্দ
  • প্রবোধচন্দ্র সেন উল্লেখ করেছেন দলবৃত্ত ছন্দ

কবিগন মাত্রাবৃত্ত ছন্দ ছন্দকে কে কি নামে অভিহিত করেছেনঃ

  • রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন সাধু, নূতন ছন্দ
  • অমূল্যধন মুখোপাধ্যায় উল্লেখ করেছেন বিলম্বিতলয় বা ধ্বনিপ্রধান ছন্দ
  • দ্বিজেন্দ্রলাল রায় উল্লেখ করেছেন মিতাক্ষর,নূতন ছন্দ
  • সত্যেন্দ্রনাথ দত্ত উল্লেখ করেছেন হৃদ্যা ছন্দ
  • প্রবোধচন্দ্র সেন উল্লেখ করেছেন কলাবৃত্ত ছন্দ

কবিগন অক্ষরবৃত্ত ছন্দ ছন্দকে কে কি নামে অভিহিত করেছেনঃ

  • রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন সাধু,পুরাতন ছন্দ
  • অমূল্যধন মুখোপাধ্যায় উল্লেখ করেছেন ধীরলয়ের বা তালপ্রধান ছন্দ
  • দ্বিজেন্দ্রলাল রায় উল্লেখ করেছেন মিতাক্ষর,পুরাতন ছন্দ
  • সত্যেন্দ্রনাথ দত্ত উল্লেখ করেছেন আদ্যা ছন্দ
  • প্রবোধচন্দ্র সেন উল্লেখ করেছেন মিশ্রবৃত্ত ছন্দ

বাংলা সাহিত্যের ছন্দ সম্পর্কিত কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ

১. বাংলা ছন্দ প্রধানত কত প্রকার ও কি কি ? উত্তরঃ তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।

২. সনেটের প্রবর্তক কে ? উত্তরঃ ইটালীর কবি পেত্রার্ক।

৩. মাইকেল মধুসূদনের প্রথম সনেট কোনটি? উত্তরঃ বঙ্গভাষা ।

৪. ধ্বনি প্রধান ছন্দ কোনটি? উত্তরঃ মাত্রাবৃত্ত।

৫. বাংলা সাহিত্যের প্রথম সনেট কে রচনা করেন? উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।

৬. ছন্দের যাদুকর কাকে বলা হয় কাকে? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

৭. স্বরাক্ষরিক ছন্দের প্রবর্তক কে? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

৮. পয়ার ছন্দে কি থাকে? উত্তরঃ অন্ত্যমিল।

৯. সমিল মুক্তক ছন্দের প্রবর্তক কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১০. ছান্দসিক কবি কাকে বলা হয়? উত্তরঃ কবি আব্দুল কাদিরকে।

১১. মুক্তক ছন্দের প্রবর্তক কে? উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

১২. লৌকিক ছন্দ কাকে বলে ? উত্তরঃ স্বরবৃত্ত ছন্দকে।

১৩. তানপ্রধান ছন্দ কাকে বলে? উত্তরঃ অক্ষরবৃত্ত ছন্দকে।

১৪. গৈরিশ ছন্দের প্রবর্তন কে করেন? উত্তরঃ গৈরিশ ছন্দের প্রবর্তন করেন গিরিশচন্দ্র।

১৫. গদ্য ছন্দের প্রবর্তন কে করেন? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

১৬. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link
Powered by Social Snap