প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস?

প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল ১৮৫৮ সাল।

”আলালের ঘরের দুলাল” উপণ্যাসটি বাংলা সাহিত্যের প্রথম উপণ্যাস। প্যারীচাঁদ মিত্র কলকাতার এক বণিক পরিবারে ১৮১৪ সালের ২২ শে জুলাই জন্মগ্রহণ করেন। তার পিতা রামনারায়ণ মিত্র। “আলালের ঘরের দুলাল” উপণ্যাসটি পরবর্তীতে ‘দি স্পয়েল্ড চাইল্ড’ নামে ইংরেজি ভাষায় অনূদিত হয়।

“আলালের ঘরের দুলাল” উপণ্যাসটি সামাজিক পটভূমিকায় রচিত যেখানে তিনি সাধারণ মানুষের মুখের ভাষা তোলে ধরেছেন।

আরও পড়ুনঃ

কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link
Powered by Social Snap