প্রশ্ন: তারল্য বৃদ্ধি পেলে কি হয়?
ক) ঝুঁকি বৃদ্ধি পায়
খ) দায় বৃদ্ধি পায়
গ) মুনাফা হ্রাস পায়
ঘ) বিক্রয় বৃদ্ধি পায়
উত্তর: গ) মুনাফা হ্রাস পায়
ব্যাখ্যা:
তারল্য মানে হলো নগদ অর্থ। আপনি যদি আপনার ব্যবসায়ে অধিক পরিমান নগদ অর্থ বা তারল্য রেখে দেন তাহলে আপনার বিনিয়োগের পরিমাণ কমে যাবে। আর ব্যবসায়ের বিনিয়োগ কম হলে স্বাভাবিকভাবেই আপনার মানুফা হ্রাস বা কমে যাবে।
অর্থাৎ তারল্য হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পায় আবার তারল্য বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পায়।
আরো পড়ুন:
DSHE মানে কি এবং এর সম্পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?
PSD বলতে কি বুঝায় এবং এর পূর্ণরুপ কি ব্যাখ্যা কর?