প্রশ্ন: তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কি?
ক) ধনাত্মক
খ) ঋনাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) সমানুপাতিক
উত্তর: খ) ঋনাত্মক
ব্যাখ্যা:
তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক হলো ঋনাত্মক বা বিপরীতমূখী। তারল্য বা নগদ অর্থ বেশি রাখলে ব্যবসায়ের বিনিয়োগ কমে যায়, যার ফলে মুনাফা কমে যায়। আবার অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে যদি বেশি অর্থ বিনিয়োগ করা হয় তাহলে তারল্য বা নগদ অর্থের ঘাটতি দেখা দেয়।
তাই তারল্য ও মুনাফার মধ্যকার সম্পর্ক বিপরীতমুখী।
আরো পড়ুন:
RTS মানে কি এবং এর সম্পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?
CAMELS বলতে কি বুঝায় এবং এর পূর্ণরুপ কি ব্যাখ্যা কর?