ঢাকা বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি?

ঢাকা বিভাগের জেলা সমূহ মোট ১৩টি। যথা: 

  1. ঢাকা জেলা
  2. নরসিংদী জেলা
  3. ফরিদপুর জেলা
  4. গোপালগঞ্জ জেলা
  5. মাদারীপুর জেলা
  6. শরীয়তপুর জেলা
  7. রাজবাড়ী জেলা
  8. গাজীপুর জেলা
  9. মানিকগঞ্জ জেলা
  10. মুন্সীগঞ্জ জেলা
  11. নারায়নগঞ্জ জেলা
  12. টাঙ্গাইল জেলা
  13. কিশোরগঞ্জ জেলা

ঢাকা বিভাগের মোট আয়তন ৩১০৫১ বর্গ কিমি। ঢাকা বিভাগের উত্তর দিকে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত, দক্ষিণে রয়েছে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল ও চাঁদপুর জেলা, পূব দিকে রয়েছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলা, পশ্চিম দিকে অবস্থিত নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা জেলা।

ঢাকা বিভাগের মোট জেলার সংখ্যা ১৩টি। উপজেলা রয়েছে মোট ৮৮টি। থানা রয়েছে: পুলিশ থানা ১৩৩টি, মেট্রোপলিটন থানা ৪৯টি, হাইওয়ে থানা ৪টি, রেলওয়ে থানা ৪টি, নৌ থানা ১টি। ঢাকা বিভাগের মোট সিটি কর্পোরেশন রয়েছে ৪টি। সংসদীয় আসন রয়েছে ৯৪টি। ইউনিয়ন পরিষদ ১২৪৮টি এবং পৌরসভা রয়েছে ৮৮টি। ঢাকা বিভাগের মধ্যে মোট গ্রাম রয়েছে ২৫,২৩৮৭টি এবং মৌজা রয়েছে ১২,৭৬৫টি। সূত্র: www.dhakadiv.gov.bd/

পূর্বে ঢাকা বিভাগের মোট জেলা ছিল ১৭টি। ২০১৫ সালে ঢাকা বিভাগকে ২টি বিভাগে বিভক্ত করা হয়। একটি ঢাকা বিভাগ আর অন্যটি ময়মনসিংহ বিভাগ। বর্তমানে ঢাকা বিভাগে মোট ১৩টি জেলা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগে মোট ৪টি জেলা রয়েছে।

ঢাকা বিভাগের ঐতিহ্য সমূহ হলো:

  1. আহসান মঞ্জিল
  2. লালবাগ কেল্লা
  3. পরীবিবির সমাধি
  4. আর্মেনীয় গীর্জা
  5. বাহাদুর শাহ পার্ক
  6. তারা মসজিদ
  7. কার্জন হল
  8. মুক্তিযুদ্ধ জাদুঘর
  9. রিকশা
  10. জাতীয় জাদুঘর
  11. ভাষা শহীদ স্মৃতিসৌধ
  12. ডাকেশ্বরী মন্দির
  13. বুড়িগঙ্গা নদী
  14. জাতীয় সংসদ ভবন
  15. জাতীয় শহীদ স্মৃতিসৌধ
  16. সোনারগাঁ

জেনে নিন ঢাকা বিভাগের কোন জেলা কিসের জন্য বিখ্যাত:

ঢাকা জেলা কেন বিখ্যাত?

নরসিংদী জেলা কেন বিখ্যাত?

ফরিদপুর জেলা কেন বিখ্যাত?

গোপালগঞ্জ জেলা কেন বিখ্যাত?

মাদারীপুর জেলা কেন বিখ্যাত?

শরীয়তপুর জেলা কেন বিখ্যাত?

রাজবাড়ী জেলা কেন বিখ্যাত?

গাজীপুর জেলা কেন বিখ্যাত?

মানিকগঞ্জ জেলা কেন বিখ্যাত?

মুন্সীগঞ্জ জেলা কেন বিখ্যাত?

নারায়নগঞ্জ জেলা কেন বিখ্যাত?

টাঙ্গাইল জেলা কেন কিখ্যাত?

কিশোরগঞ্জ জেলা কেন বিখ্যাত?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x

৭০% ছাড়ে ৫০টি CV & Resume কিনুন মাত্র ৳৩০ টাকা

X
Share via
Copy link
Powered by Social Snap