কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তাছাড়া উপযোগ বলতে বুঝায় কোনো জিনিসের উপকারিতা।
সুতরাং, উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতা। যে জিনের মাধ্যমে মানুষের অভাব পূরণ হয় তাহলে বুঝতে হবে ঐ জিনিসের উপযোগ আছে, যেমন: খাদ্য বস্ত্র, বাসস্থান, কাজগ ইত্যাদি। যখন একজন ব্যক্তি/ভোক্তা কোনো পণ্যদ্রব্য বা পরিষেবা ভোগ করে যে তৃপ্তি পায়, এটাকেই উপযোগ বলা হয়।
অর্থনীতিবিদ মেয়ার্স বলেছেন:
“উপযোগ হল কোনো দ্রব্যের ঐ বিশেষ গুন বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে”
উপযোগ এর বৈশিষ্ট্য সমূহ:
- উপযোগের সাথে নীতি-নৈতিকতার কোনোা সম্পর্ক নেই এটি একটি মানসিক ধারণা।
- ভালো, খারাপ, কল্যাণ ও অকল্যান, উচিত ও অনুচিত ইত্যাদির সাথে উপযোগের কোনো সম্পর্ক নেই। যেমন: মদকদ্রব্য, মদ ইত্যাদি ক্ষতিকর জিনিস হলেও এদের উপযোগ আছে।
- উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য।
- উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য।
- স্থান-কাল-পাত্রভেদে উপযোগের পার্থক্য থাকে।
উপযোগ কত প্রকার ও কি কি?
উপযোগ তিন প্রকার:
- মোট উপযোগ
- গড় উপযোগ
- প্রান্তিক উপযোগ
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিঃ
যখন ভোক্তা কোনো একটি পণ্যদ্রব্য যত বেশি ভোগ করে, তার কাছে ওই পণ্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে। ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।
আরো পড়ুন: