১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর যে গণহত্যা অভিযান চালিয়েছিল তাকেই অপারেশন সার্চলাইট বলা হয়।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। হত্যা করে বহু মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ করে হত্যা করেছিলো অনেক ছাত্র ও শিক্ষককে। এ রাতেই শুধু ঢাকায় ৭ থেকে ৮ হাজার মানুষ হত্যা করেছিল।
এ রাতে ঢাকার বিভিন্ন স্থানে আক্রমণ করে যথা: পুরান ঢাকা, কচুক্ষেত, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুর, ঢাকা বিমানবন্দর, রায়ের বাজার, ধানমন্ডি, কলাবাগান প্রভৃতি স্থানে।
২৫শে মার্চ রাতের গণহত্যার ঘটনাকেই ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত।
আরো পড়ুন:
অপারেশন জ্যাকপট বলতে কি বুঝায়?