অপারেশন জ্যাকপট কি?
অপারেশন জ্যাকপট একটি বাংলাদেশী নৌ কমান্ডো অপারেশন ছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা নৌকমান্ডো বাহিনী দ্বারা পরিচালিত অভিযানকে অপারেশন জ্যাকপট বলে।
১৯৭১ সালের ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থা] ১৬ আগস্ট, অপারেশন জ্যাকপট একইসাথে মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জের নদী বন্দরে পরিচালিত হয়েছিল। অপারেশন জ্যাকপট পরিচালিত হয়েছিল ১০ নম্বর সেক্টরের অধীনে ট্রেনিং প্রাপ্ত নৌকমান্ডে যোদ্ধাদের দ্বারা। ১০ নং সেক্টরটি গঠিত হয় বাংলাদেশের জলপথ নিয়ে অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্রবন্দর। এ অপারেশনের উদ্দেশ্য ছিল নদীমাতৃক বাংলাদেশের সঙ্গে সমুদ্রপথে পাকিস্তানের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া।
জ্যাকপট অপারেশনের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংষ ও ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়। এ অপারেশনে একদিনে মংলাবন্দরে ৫০টি জাহাজ ধ্বংস করা হয়।
আরো পড়ুন:
অপারেশন সার্চলাইট বলতে কি বুঝায়?